রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বড়লেখায় নবাগত ওসির মতবিনিময় 

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখায় নবাগত ওসির মতবিনিময় 

মৌলভীবাজারের বড়লেখা থানার নবাগত ওসি আব্দুল কাইয়ুমের সঙ্গে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা উপজেলা শাখার সাংবাদিকদের  মতবিনিময় গত সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। 

এসময় সাংবাদিক নেতারা বলেন বড়লেখায় ইয়াবা ব্যবসায়ী ও তার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। আর কোন মামলায় যাতে নিরপরাধী কোন মানুষ পুলিশের হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেন। 

এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে  নবাগত অফিসার আইনশৃঙ্খলা সহ সার্বিক  উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান। এছাড়া জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনা অনুযায়ী পুলিশের পক্ষ থেকে জনসাধারণের সেবা প্রাপ্তিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন ওসি আব্দুল কাইয়ুম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা উপজেলার সভাপতি আব্দুল হাফিজ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. রুয়েল কামাল, সহ সভাপতি ফয়জুল হক শিমুল প্রমুখ।

টিএইচ